গত বছর এই রমজান মাসেই আমার শারীরিক সমস্যা নিয়ে স্থানীয় হসপিটালে গেছিলাম, সেখানে চিকিৎসক কিছু প্রাথমিক পরীক্ষা করে আমাকে বলেই দেয় আমি ক্যানসারে আক্রান্ত ! সেই সাথে ঢাকায় রেফার্ড করে,পরেরদিন ঢাকা গিয়ে বায়োপসি দিয়ে আসি এবং ইউটিউব ফেসবুক গুগল সব জায়গায় ঘাটাঘাটি করতে থাকি এবং ইন্ডিয়ান ক্যান্সার ট্রিটমেন্ট এর দাদা এর সাথে যোগাযোগ করি।
সাতদিন পরে জানতে পারি ক্যানসার নেই কিন্তু পূর্ব লক্ষণ আছে, সেটার চিকিৎসা নিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু ওনাদের সকল রিপোর্ট সহ যখনই মেসেজ করেছি তখন ই খুব সুন্দর ভাবে রিপ্লাই দিয়েছেন সাথে পরামর্শ । আপনারা আসলেই যে মানুষ কে উপকারী এডভাইজ দেন সেটা প্রমাণিত আমার ক্ষেত্রেও।
ইন্ডিয়ান ক্যান্সার ট্রিটমেন্ট এর দাদা যখন বলেছিলেন এটা ক্যানসার না ভয় নেই, আমি কি মানষিক শান্তি পেয়েছিলাম বলে বোঝানো যাবেনা।
দাদা সেদিন আমি পেট পুরে ভাত খেয়েছিলাম,সবসময়ই দোয়া আর শুভকামনা ইন্ডিয়ান ক্যান্সার ট্রিটমেন্ট এর সবার জন্য। – R K Lucky