Indian Cancer Treatment

আমার আম্মুর লিভার ক্যান্সার এর জন্য ট্রান্সপ্লানটেশন এর সময় আমরা অনেক অনেক কনফিউজ হয়ে গেছিলাম। অনেকে অনেক অনেক হাসপাতাল আর ডক্টরের নাম বলেছিল, বাংলাদেশ থেকে আমাদের ট্রিটিং ডক্টর ও চেন্নাই এর একটি হাসপাতালের নাম বলেছিল। কিন্তু আমরা ওই সবকটি হাসপাতালেই খবর নিয়ে খুব হতাশ হয়ে পড়েছিলাম। আমাদের হাতে বেশি বাজেট ছিল না। তাই খুব নামী ব্র্যান্ড এ আম্মুর লিভার এর এই অপারেশন করা সম্ভব হচ্ছিল না। সেই সময়ে আমার এক বন্ধুর মাধ্যমে আমি ইন্ডিয়ান ক্যান্সার ট্রিটমেন্ট আর অর্গান ট্রান্সপ্লান্ট ইন্ডিয়া এর ব্যাপারে জানতে পারি। আমাদের পুরো সমস্যা খুলে বলার পর ওনারা আমার বাজেটের ও তিন লাখ রুপি কম খরচে আম্মুর সমস্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেন, লিভার ট্রান্সপ্লান্ট করার দরকার ই পরে নি।ইন্ডিয়ান ক্যান্সার ট্রিটমেন্ট আর অর্গান ট্রান্সপ্লান্ট ইন্ডিয়া কে অন্তর থেকে শ্রদ্ধা আর ভালোবাসা নিরন্তর

জসীমউদ্দীন।