আল্লাহ আমার ভাইরে বাঁচিয়েছেন ইন্ডিয়ান ক্যান্সার ট্রিটমেন্টের সাথে যোগাযোগ করিয়ে। আমার ভাই এর থাইরয়েড ক্যান্সার ধরা পরে আর দেশে ডাক্তাররা সাথে সাথেই ভর্তি করে অপারেশন করতে বলেন। আমি সেই সময়েই ইন্ডিয়ান ক্যান্সার ট্রিটমেন্টের খবর পাই ও যোগাযোগ করি।
ওনারা আমাকে সাথে সাথেই অপারেসন করতে বারন করেন এবং বলেন PET CT স্ক্যান না করিয়ে অপারেসন করলে বড় ভুল হয়ে যাবে এবং এক বার অপারেসন ভুল হয়ে গেলে পরবর্তীকালে দ্রুত ক্যান্সার ফিরে আসতে পারে । আমি রিস্ক না নিয়ে হাসপাতাল থেকে ভাইকে ছাড়িয়ে আনি তার পর ভিসা করিয়ে ইন্ডিয়ান ক্যান্সার ট্রিটমেন্টের এর কথামতো সোজা চেন্নাইতে MGM ক্যান্সার হাসপাতালে নিয়ে যাই। ওখানে ওনারা PET CT আগে করেন এবং তার পরে দেখা যায় যে থাইরয়েড এই শুধু নয় আসে পাশের গ্ল্যান্ডেও ছড়িয়েছে। সেইমতো দুই দিন পরে অপারেশন করা হয় এবং তার পরে আয়োডিন থেরাপি দেয়া হয় । এখন ভাই ফলো আপএ আছে এবং সুস্থ।
ধন্যবাদ ইন্ডিয়ান ক্যান্সার ট্রিটমেন্টকে , সঠিক উপদেশ দেয়ার জন্য এবং সার্জারির সময় ডিসকাউন্টও করিয়ে দেয়ার জন্য।
– সিরাজুল ইসলাম