Indian Cancer Treatment

আমি ইন্ডিয়ান ক্যান্সার ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে পারি একটি ট্রিটমেন্ট গ্রূপথেকে। ওখানে অ্যাডমিন যিনি তার সাথেই যোগাযোগ করি আমার বাবার কোলন ক্যান্সার এর চিকিৎসার ব্যাপারে। উনি যে কি অসাধারণজ্ঞানী এবং সহৃদয় মানুষ সেটা বলেবোঝানো যাবে না। আমাদের দেশে ও ডক্টররা এতো ভালোভাবে রুগীর কন্ডিশন বুঝিয়ে দেন না যতটা ভালোকরে উনি বিস্তারিত ভাবে বুঝিয়ে দিয়েছিলেন। আমরা আর দৃতীয় বার ভাবিনি। উনি আর ওনার রেকমেন্ড করা মেডিকেল ট্যুরিজম কোম্পানি “ইন্ডিয়ানক্যান্সারট্রিটমেন্ট ” এর সহায়তায় আমি ভিসা ইনভাইটেশন থেকে শুরু করে ডাক্তার এপয়েন্টমেন্ট সব করেছি। ইন্ডিয়াতে যাবার পর ওনারা আমাকে সাইটকেয়ার হাসপাতালে পাঠান এবং ওখানে ওনাদের মাধ্যমে গেছিলাম বলে যে স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছি সেটা বলে বোঝানো যাবেনা। ইন্ডিয়ান ক্যান্সার ট্রিটমেন্টের সহায়তায় আমরা হাসপাতাল থেকে বিশেষ ডিস্কাউন্টে সার্জারি করেও তারপর আব্বুকে সুস্থ করে দেশে নিয়ে as। আল্লাহ আর ওনাদের অশেষ দয়ায় আমার আব্বু এখন খুব ভালো আছে।