Indian Cancer Treatment

“ইন্ডিয়ানক্যান্সারট্রিটমেন্ট”  আছে বলে আজকে আমার আম্মু বেঁচে আছে। আমিমুম্বাই টাটাতে গিয়ে প্রায় ৩৫দিন ছিলাম ট্রিটমেন্ট করানোর জন্য কিন্তু কোনো ট্রিটমেন্টই শুরু করা যায়নি। শেষে ফেসবুকের মাধ্যমে ওনাদের ব্যাপারেজেনে ওনাদের সাথে যোগাযোগ করি।ওনারা আমাকে পরের দিনই কলকাতায় ডাকিয়ে আনেন ও কলকাতায় HCG হাসপাতালে সব ব্যবস্থা করিয়ে দেন। পরবর্তী ৩ দিনের মধ্যে আমার আম্মুর অপারেশন করে ফেলাho। তারপর তিনটি কেমো দিয়ে ওনাকে সুষ্ঠ করে দেশে ফিরে আসি। আমি যদি ওনাদের সন্ধান না পেতাম আর মুম্বাইতেই বসে থাকতাম তা হলে হয়তো আম্মুরবডি নিয়েই ফিরতে হতো।ধন্যবাদ ইন্ডিয়ান ক্যান্সার ট্রিটমেন্ট ।